ব্রেকিং

x

আখাউড়ায় সংখ্যালঘুর বাড়ি দখলের চেষ্টা

শনিবার, ০৮ মে ২০২১ | ৬:২৬ অপরাহ্ণ

আখাউড়ায় সংখ্যালঘুর বাড়ি দখলের চেষ্টা

আখাউড়া পৌর এলাকার রাধানগরে আজ শনিবার সকালে মধু সুদন পাল নামে এক শতবর্ষী ব্যক্তির বাড়ি দিনদুপুরে দখলের চেষ্টা চালানো হয়েছে। তবে পুলিশ, সাংবাদিক ও স্থানীয় লোকজন ছুটে এলে দখলকারিরা পিছু হটতে বাধ্য হয়। এ ঘটনায় পুলিশ আরিফ নামে একজনকে আটক করলেও আলোচনার প্রেক্ষিতে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়। বিকেল নাগাদ এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। স্থানীয় মেয়র বিষয়টি সামাজিকভাবে দেখার দায়িত্ব নিয়েছেন বলে জানা গেছে।


খোঁজ নিয়ে জানা গেছে, শ্রী শ্রী রাধামাধব আখড়া কমিটির সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ি রাধানগর গ্রামের ১০৩ বছর বয়সি বৃদ্ধ মধু সুদন পালের সঙ্গে সাবেক আওয়ামী লীগ নেতা প্রতিবেশি জসমিদ মিয়ার পরিবারের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ চলছে। আজ শনিবার বেলা সোয়া ১১টার দিকে জমসিদ মিয়ার আত্মীয় দেবগ্রামের মনির মিয়াসহ ১০-১৫ জন নির্মাণাধীন ঘর তুলতে বাধা দেন ও দখলে নেয়ার চেষ্টা করে। এরই মধ্যে মধু সুদন পালের ছেলেরা তাৎক্ষণিক প্রতিবাদ জানান। খবর পেয়ে বেশ কয়েকজন পাশাপাশি স্থানীয় লোকজন জড়ো হলে দখল চেষ্টাকারিরা পালিয়ে যায়। পুলিশ এসে জমসিদ মিয়ার ছেলেকে আটক করে থানায় নিয়ে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে দখলদাররাও সটকে পড়ে।


মধু সুদন পালের ছেলেসহ স্বজনরা জানান, জমসিদ মিয়ার সঙ্গে যে জায়গা নিয়ে সমস্যা সেটির দাগ নং ভিন্ন এবং জায়গাটি পুকুরের পাড়ে। আজ শনিবার মনির মিয়া দলবল নিয়ে এসে অন্য দাগের জায়গায় ঘর তুলতে বাধা দেন ও নির্মণাধীন ঘরে ঢুকে সেটা দখলে নেয়ার চেষ্টা করেন। অথচ জায়গাটির বিএসসহ সকল কাগজপত্র তাদের নামে আছে। দখল চেষ্টায় নেতৃত্ব দেয়া মনির মিয়া নামে ব্যক্তি এ সময় হুমকি দিয়ে বলে যান, ৫০০ দা নিয়ে এসে জায়গাটি দখল নেয়া হবে। কেউ কোনো কথা বললে তার জিহবা কেটে ফেলা হবে। ছেলে আটক করার খবর পেয়ে থানায় ছুটে যান জমসিদ মিয়া। সেখানে তিনি জানান, তাদের পক্ষে মামলায় রায় এলে প্রতিপক্ষ আপীল করে। এখনো সেটি আপীল অবস্থায় আছে। দখল করতে নয় কাজ না করার জন্য লোকজনকে বলা হয়েছিল। তবে আইনগতভাবে না গিয়ে দলবল নিয়ে যাওয়া ঠিক হয়নি বলে তিনি স্বীকার করেন। কারা হুমকি দিয়েছে সেটি তিনি জানেন না বলে জানান।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!