আজ শনিবার দুপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার উপজেলা পর্যায়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আবুল কাশেম ভুইয়া।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শওকত আকবর, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কাজী মো: তারেক, দেবগ্রাম সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মাহফুজুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষার্থীসহ বিভিন্ন ইভেন্টে ৬০ জন শ্রেষ্ঠদের পুরস্কার হিসাবে সম্মাননা প্রদান করা হয়। শিক্ষকদের পক্ষ থেকে অনুষ্ঠানে সম্মাননা স্বারক দেয়া হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম ভুইয়াকে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com