ব্রেকিং

x

আখাউড়ায় শ্রমিকলীগ অফিস থেকে ১৬ জুয়ারী গ্রেফতার

বুধবার, ০৯ অক্টোবর ২০১৯ | ১০:২০ অপরাহ্ণ

আখাউড়ায় শ্রমিকলীগ অফিস থেকে ১৬ জুয়ারী গ্রেফতার
akhauranews.com

আখাউড়ায় ১৬ জন জুয়ারীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার রাত ৮টায় আখাউড়া রেলওয়ে পশ্চিম কলোনীর রেলওয়ে শ্রমিকলীগ অফিসে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।


আখাউড়া থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ রাত ৮টায় আখাউড়া রেলওয়ে থানার নিকটস্থ রেলওয়ে শ্রমিকলীগ অফিসে জুয়া বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় নগদ ২৪ হাজার ৪১০টা ও জুয়া খেলার সামগ্রীসহ হাতেনাতে ১৬ জুয়ারীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে রেলওয়ের কর্মচারী, শ্রমিক নেতা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।


এদিকে গ্রেফতারকৃত অনেকেই বলেছে, সবাই জুয়ারী নয়। জুয়া খেলা দেখতে গিয়ে গ্রেফতার হয়েছে কেউ, আবার কেউ দলীয় অফিসে আড্ডা দিতে গিয়ে গ্রেফতার হয়েছে। তবে পুলিশ বলছে তাদেরকে জুয়া খেলার সময় হাতেনাতে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হল, আব্দুরন রহমান (৪০), রইছ মিয়া (৪০), শেখ কাজল (৩৫), মো: হুমায়ুন কবির (৩২), নিরমল দাস (৩২) শাহ আলম (৫০), কালু মিয়া (৫০), রফিকুল ইসলাম (৫৫),সজিব দাস (৩০), কাউছার মিয়া (৫০), নজরুল ইসলাম (৫৯), জাহাঙ্গীর খলিফা (৫০), খলিলুর রহমান (৫১), আইয়ুব মিয়া (৫৫), হোসেন খলিফা (৫০), অরুন চন্দ্র দাস (৪২)।

এদিকে খবর নিয়ে আরো জানাগেছে, রেলওয়ে শ্রমিকলীগ ও রেলওয়ে লাল হোসেন ক্লাবে দীর্ঘদিন ধরে জুয়া খেলা চলছে। রেলওয়ে থানার মাত্র ৫০ গজ দূরে অবস্থিত রেলওয়ে ক্লাবে জুয়া খেলার আসর বসলেও রেলওয়ে পুলিশ কখনো তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেনি। আজ আখাউড়া থানা পুলিশ এই জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করায় এলাকার জনমনে স্বস্তি ফিরেছে।

এ ব্যাপারে আখাউড়া থানার অফিসার ইনর্চাজ রসুল আহমদ নিজামী জানায়, আখাউড়া উপজেলায় জুয়া বিরোধী পুলিশের বিশেষ অভিযান চলছে। জুয়া খেলা নির্মুল হওয়ার আগ পর্যন্ত পুলিশের বিশেষ অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।

তিনি আরো বলেন, গ্রেফতারকৃত জুয়ারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর প্রস্তুতি চলছে। আগামীকাল তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হবে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!