ব্রেকিং

x

আখাউড়ায় শিক্ষা অফিসারসহ ২ সরকারী কর্মকর্তা করোনায় আক্রান্ত

শুক্রবার, ১২ জুন ২০২০ | ৩:০০ অপরাহ্ণ

আখাউড়ায় শিক্ষা অফিসারসহ ২ সরকারী কর্মকর্তা করোনায় আক্রান্ত

আখাউড়ায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ ২ সরকারী কর্মকর্তা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ে কর্মরত ডা: সানজিদা আক্তার এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে আখাউড়ায় ২৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।


আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানাগেছে, আখাউড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরজাহান বেগম(৫৭) ও উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্রে সহকারী ঝুমন দাস (৫০) করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত ২ জুন তাদের নমুনা সংগ্রহ করা হয়।


আরও পড়ুন: করোনা আক্রান্ত মানুষ অপরাধী নয়, ভালোবাসা ও মানবতার হাত বাড়িয়ে দিন

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরজাহান বেগম জানায়, তিনি বর্তমানে ঢাকার বাসায় আছেন। গতকাল বৃহস্প্রতিবার বিকালে তিনি আখাউড়া থেকে ঢাকায় পৌছেন। তার শরিরে করোনা ভাইরাসের উপর্সগ নেই বলেও জানিয়েছেন। আক্রান্ত মৎস্য কর্মকর্তা ঝুমন দাসের শরীরেও করোনা ভাইরাসের উপর্সগ নেই বলে জানাগেছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!