ব্রেকিং

x

আখাউড়ায় শিক্ষার্থীরা হাসি ফুটালো শিশুদের মুখে

শনিবার, ০৮ মে ২০২১ | ৯:২৪ অপরাহ্ণ

আখাউড়ায় শিক্ষার্থীরা হাসি ফুটালো শিশুদের মুখে

লামিয়ার বাবা লকডাউনের কারণে বেকার ছিলেন বেশ কিছুদিন। ঈদের পোশাক কেনা তো দূরের কথা খাওয়া-দাওয়ার নিশ্চয়তা ছিলো না। তবে লামিয়া পোশাক কেনার বায়না পূরণ হয়েছে। লামিয়ার মুখে হাসি ফুটিয়েছে হাসিমুখ। ছিন্নমূল ১০০ শিশুকে ঈদ উপলক্ষে নতুন জামা দিয়েছে কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত সামাজিক এই সংগঠন। নতুন জামা পেয়ে শিশুরা উচ্ছ্বাস প্রকাশ করে।


আজ শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর-এ-আলম। এতে প্রধান অতিথি ছিলেন আখাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের আহবায়ক তাকজিল খলিফা কাজল। এ সময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল, তুলাই শিমুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসান, পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মো. সিরাজুল ইসলাম এমরান। সঞ্চালনায় ছিলেন, সংগঠনের প্রধান উপদেষ্টা সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক হান্নান খাদেম, মো: সাইফুল ইসলাম ও মো: আবির প্রমুখ।


এ সময় সংগঠনের সভাপতি জাবেদুল ইসলাম, সাধারণ সম্পাদক আকাশ বাসফোর, সাংগঠনিক সম্পাদক তানভীর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক (২) হাসান মাহমুদ পারভেজ ও নারী বিষয়ক সম্পাদক সাদেকা খাতুন চাঁদরিন প্রমুখ উপস্থিত ছিলেন। সংগঠনের সদস্যরা শিশুদের বাড়ি বাড়ি গিয়ে পোশাকের মাপ নিয়ে কিনে দেন।সংগঠনের সভাপতি জাবেদুল ইসলাম ও সাধারন সম্পাদক আকাস বাসফোর বলেন, বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নত আখাউড়া উপজেলার শিক্ষার্থীদের নিয়ে ২০১৪ সালে ‘হাসিমুখ’ সংগঠনটি গঠন করা হয়। ছাত্রছাত্রীদের হাতখরচের টাকা বাঁচিয়ে মানুষের মুখে হাসি ফুটাতে বিভিন্ন সেবা মূলক কাজ করছি।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!