আজ বুধবার আখাউড়ায় শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগীতা সম্পন্ন হয়েছে। উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সংগীত চর্চাকে অনুপ্রাণিত করতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে দলগত জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
আজ সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগীতায় সভাপতিত্ব করেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান।
দলগত এই প্রতিযোগীতায় ৮টি মাধ্যমিক বিদ্যালয় ও ৬টি সরকারী প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহন করেছে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: শওকত আকবর খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুর জাহান বেগম, উপজেলা একাডেমিক সুপারভাইজার কফিল উদ্দিন মাহমুদ, শিক্ষক রাজু আহমেদ মামুন ও মো: সাজ্জাদ হোসেন প্রমুখ।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com