ব্রেকিং

x

আখাউড়ায় শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগীতা সম্পন্ন

বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি ২০১৮ | ৫:২৬ অপরাহ্ণ

আখাউড়ায় শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগীতা সম্পন্ন
সহকারী কমিশনার ভূমি জেসমিন সুলতানাসহ প্রতিযোগীতার বিচারকগণ

আজ বৃহস্প্রতিবার আখাউড়ায় শিক্ষার্থীদের দলগত জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগীতায় ইউনিয়ন পর্যায় থেকে বাছাইকৃত ১৫টি দল উপজেলা পর্যায়ের প্রতিযোগীতায় অংশগ্রহন করেছে। তিনটি স্তরে অনুষ্ঠিত প্রতিযোগীতায় বিচারকগণের মূল্যায়ন অনুযায়ী প্রাথমিক স্তরে-নাছরীননবী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় আখাউড়া, মাধ্যমিক স্তরে-হীরাপুর শহীদ নোয়াব মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় এবং উচ্চ মাধ্যমিক স্তরে শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ আখাউড়া ১ম স্থান অধিকার করে।


এ সময় উপস্থিত ছিলেন প্রতিযোগীতা সমন্বয় কমিটির আহবায়ক ও আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান, প্রতিযোগীতা সমন্বয় কমিটির সদস্য সচিব সহকারী কমিশনার ভূমি জেসমিন সুলতানাসহ সমন্বয় কমিটির অন্যান্য সদস্য, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও ছাত্র-ছাত্রীরা।


20180215_103047

সমন্বয় কমিটির আহবায়ক আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান জানান, মন্ত্রীপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী শুদ্ধভাবে জাতীয় সংগীত গাওয়া এবং দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সংগীত চর্চাকে অনুপ্রাণিত করার লক্ষ্যে দেশব্যাপী প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীদের অংশগ্রহনে দলগত জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগীতার আওতায় আখাউড়া উপজেলা পর্যায়ে আজ প্রতিযোগীতা সম্পন্ন হয়েছে।

সমন্বয় কমিটির সদস্য সচিব সহকারী কমিশনার ভূমি জেসমিন সুলতানা জানান, আখাউড়া উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত ৩টি স্তরের প্রতিযোগীতায় ১ম স্থান অধিকারী দল জেলা পর্যায়ে প্রতিযোগীতায় অংশ গ্রহন করতে পারবে। জেলায় ভালো ফলাফল করতে পারলে দেশের উচ্চ পর্যায়ের প্রতিযোগীতায় অংশ গ্রহন করতে পারবে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!