ব্রেকিং

x

আখাউড়ায় শিক্ষকরা চোখের জলে বিদায় দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে

রবিবার, ২১ এপ্রিল ২০১৯ | ৯:২৬ অপরাহ্ণ

আখাউড়ায় শিক্ষকরা চোখের জলে বিদায় দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে

পদন্নোতি জনিত বিদায় বেলায় প্রাথমিক শিক্ষকদের প্রশংসায় ভাসলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান। আজ রোববার বিকালে প্রাথমিক শিক্ষা পরিবারের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। বিদায় সংবর্ধনায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামানের কর্মকান্ডের ব্যাপক প্রসংশা করেন। প্রসংশা করতে গিয়ে অনেক শিক্ষক চোখের জল ফেলেছেন।


পদোন্নতি প্রাপ্ত বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান শিক্ষকদের উদ্দেশ্যে বলেছেন আজ আমি অনেক খুশি, আপনারা সুন্দর একটি অনুষ্ঠানের মাধ্যমে আমাকে বিদায় দিয়েছেন।


উপজেলা নির্বাহী কর্মকর্তা আরো বলেন, আমার প্রতি আপনাদের যে ভালোবাসা দেখেছি, যে শ্রদ্ধা সম্মান দেখেছি তা আমার জন্য পরম পাওয়া।

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মাহতাব মিঞার সভাপতিত্বে প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত বিদায়ী সংবর্ধনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার স্ত্রী আইনজীবী উম্মে শবনম মোস্তারী মৌসুমী, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌসুমী আক্তার, দ্বিলীপ কুমার দেবনাথ, ছিদ্দিকা বেগম, শিক্ষক সেকের মিয়া, রফিকুল ইসলাম, জান্নাতুল ফেরদৌসী প্রমুখ।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!