আজ বৃহস্প্রতিবার আখাউড়ায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় ব্যাচের ৩০ শিক্ষকের ৬দিন ব্যাপী বিষয় ভিত্তিক সংগীত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান হয়েছে। আখাউড়া উপজেলা রিসোর্স সেন্টারে আয়োজিত পিইডিপি ৩ এর আওতায় অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান।
আজ বিকাল সাড়ে ৪টায় আখাউড়া উপজেলা রিসোর্স সেন্টারের কর্মকর্তা এ,এস, এম ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান সংগীত প্রশিক্ষক আমোদাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সংগীত শিল্পী দ্বিলীপ দেবনাথ, সহকারী প্রশিক্ষক জেসমিন বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুন্নাহার বেগম, শিক্ষক নেতা মাহতাব মিয়া ও আব্দুল হাই প্রমুখ।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান বলেছেন, এই সংগীত প্রশিক্ষণ কর্মসূচী প্রাথমিক বিদ্যালয়ের জন্য সফলতা বয়ে আনবে। ছাত্র ছাত্রীদের সংগীত বিষয়ে দক্ষ করে তুলতে শিক্ষকদের প্রশিক্ষণ নেয়া প্রয়োজন ছিল। অর্জিত সংগীত চর্চাকে রপ্ত করে সবাই নিজনিজ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগীত বিষয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে প্রশিক্ষনার্থীদের প্রতি আহবান জানান তিনি।
অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীরা মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করেন। পরে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান ৩য় ব্যাচের ৩০ জন প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদপত্র তুলে দেন।
সংগীত প্রশিক্ষক দ্বিলীপ দেবনাথ জানান, আজকের ৩য় ব্যাচের ৩০জনকে নিয়ে ১ম ও ২য় ব্যাচ মিলিয়ে মোট ৯০জন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সংগীত প্রশিক্ষণ নিয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com