আখাউড়ায় সহকারী শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ-আলম। গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই মতবিনিময় হয়।
মতবিনিময় শেষে নতুন এই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সহকারী শিক্ষকরা। কথা কলেন প্রাথমিক শিক্ষার গুণগত উন্নয়ন নিয়ে।
মতবিনিময়ের সময় শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি মোঃ সেকের মিয়া, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, মহিলা সম্পাদিকা জান্নাতুল ফেরদৌস, সিনিয়র সহ-সভাপতি মাহবুবুল আলম, সহ-সভাপতি সাইফুল ইসলাম, জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মাদ শাহজালাল প্রমুখ।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com