আখাউড়ায় অসহায় গরিব তিন শারিরিক প্রতিবন্ধীকে হুইল চেয়ার দিয়ে সহযোগীতা করলেন ইটালী প্রবাসী মো: শাহীন। আজ বৃহস্প্রতিবার দুপুরে আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল এই হুইল চেয়ার তুলে দেন প্রতিবন্ধীদের হাতে।
প্রতিবন্ধীদের হুইল চেয়ার দিয়ে সহযোগীতাকারী মো: শাহীন আখাউড়া মসজিদপাড়া গ্রামের মরহুম আব্দুস সাত্তার মিয়ার ছেলে।
হুইল চেয়ার প্রাপ্তরা হল আখাউড়া পৌরসভার দেবগ্রামের গরিব অসহায় শারিরিক প্রতিবন্ধী মো: নিরব মিয়া (১৫), আখাউড়া দক্ষিণ ইউনিয়নের সাহেবনগর গ্রামের অসহায় দরিদ্র শারিরিক প্রতিবন্ধী তানজিনা আক্তার (১৪), আখাউড়া দক্ষিন ইউনিয়নের আমোদাবাদ গ্রামের শারিরিক প্রতিবন্ধী মিম আক্তার (১২)।
আজ দুপুর সাড়ে ১২টায় আখাউড়া পৌরসভা কার্যালয়ে পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল এই প্রতিবন্ধীদের হাতে হুইল চেয়ার তুলে দেন।
এসময় অন্যদের মধ্যে ছিলেন আখাউড়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক মো: সাইফুল ইসলাম, ছাত্রলীগ নেতা ইব্রাহীম ভু্ইয়া লিটন, আখাউড়া প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক রোমা ঘোষ ও আসারুল ইসলামসহ শারিরিক প্রতিবন্ধীদের অভিভাবকবৃন্দ।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com