আজ রোববার আখাউড়ায় প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষাসমাপনী পরীক্ষা শুরু হয়েছে। সুস্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এক যোগে ১১ কেন্দ্রে চলছে পরীক্ষা। এবার আখাউড়ায় ৫৪টি প্রাথমিক বিদ্যালয় ও ৯টি মাদ্রাসাসহ ২৩৭টি কিন্ডার গার্ডেন স্কুল থেকে প্রাথমিক সমাপনী (পিএসসি) পরীক্ষায় অংশগ্রহন করছে ৩ হাজার ৬ শ ৬ জন শিক্ষার্থী।
এদিকে আজ সকাল ১১টায় আখাউড়ার সকল পরীক্ষা কেন্দ্র পরির্দশন করেছেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরজাহান বেগম। পরীক্ষা পরির্দশন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের জানিয়েছেন, পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com