আজ শনিবার আখাউড়া আজমপুর রেলস্টেশনে একটি পাথরবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে দুর্ঘটনায় পতিত হয়েছে। এতে ঢাকা-সিলেট ও চট্টগ্রাম-সিলেট রেলপথের মেইন লাইনে দেড় ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।
আখাউড়া ট্রাফিক বিভাগ জানায়, সিলেটমুখী একটি পাথরবাহী ট্রেন থেকে আখাউড়া আজমপুর রেলস্টেশনের মেইন লাইনে পাথর দেয়া হচ্ছিল। হঠাৎ সকাল সাড়ে ১১টায় একটি বগির চার চাকা লাইনচ্যুত হয়ে ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে। পরে খবর পেয়ে আখাউড়া রিলিফ ট্রেনের একটি হাইড্রোলিক টুল ভ্যান দুর্ঘটনা কবলিত ট্রেন উদ্ধার করে। এই দুর্ঘটনার কারণে সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেড় ঘন্টা আখাউড়া আজম রেলস্টেশনের মেইন লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল।
এ ব্যাপারে আখাউড়া রিলিফ ট্রেন কর্মকর্তা দেলোয়ার হোসেন মিয়া জানান, দুর্ঘটনার পর মেইন লাইন বন্ধ থাকলেও বিকল্প হিসাবে স্টেশনের লোবলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com