করোনা আক্রান্তদের বাড়ি বাড়ি করোনা উপযোগী খাবার পাঠাচ্ছেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা। আক্রান্ত ছাড়াও যেসব বাড়ি লকডাউন করা হয়েছে তাদের সকলের জন্য পৌঁছে দেয়া হচ্ছে খাদ্য সামগ্রী।
মাস্ক, স্যানিটাইজার, চাল, তেল, ডাল, পেয়াজ, রসুন, মালটা, মধু, কলা, সবজির বাজারসহ বিভিন্ন খাদ্য সামগ্রী দেয়া হচ্ছে করোনা আক্রান্ত ও লকডাউন পরিবারগুলোতে। সম্প্রতি আখাউড়ায় ৫ জন করোনা আক্রান্ত হয়। তাদের পরিবারসহ লকডাউনকৃত ১৫টি পরিবারকে প্রয়োজনীয় খাদ্যসামগ্রীর যোগান দিচ্ছেন ইউএনও।
আরও পড়ুন: আখাউড়ায় করোনা আক্রান্ত এলাকা লকডাউন
ইউএনও তাহমিনা আক্তার রেইনা জানান, লকডাউনের শিকার পরিবারগুলো যেন সমস্যায় না পড়ে সে চেষ্টা করে যাচ্ছি। সংকটের দিনে তাদের এই সহযোগিতা সাহস বাড়াবে।
আরও পড়ুন:ব্রাহ্মণবাড়িয়ায় লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ; সাতদিনে আক্রান্ত ১৮৪ জন
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com