করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আখাউড়ায় কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল সোমবার দিনব্যাপী আখাউড়া উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে মাস্ক না পড়াসহ স্বাস্থ্যবিধি অমান্য করায় ২৮ জন পথচারী ও ব্যবসায়িকে জরিমানা করা হয়। পুলিশের সহযোগীতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুর এ-আলম, উপজেলা সহকারী কমিশনার মো: সাইফুল ইসলাম।
জানাগেছে, দেশে করোনা আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়লেও মানুষের মধ্যে সচেতনতা নেই। নাকেমুখে মাস্ক পড়া, সামাজিক দূরত্ব বজায় রাখাসহ জনগণের স্বাস্থ্য সুরক্ষায় সরকারের লকডাউনের বিভিন্ন নিষেধাজ্ঞা মানছে না অনেকেই। তাই প্রশাসন করোনা ভাইরাস বিস্তার রোধে উপজেলার বিভিন্ন স্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
মাস্ক পরিধান ব্যতিত বাইরে ঘুরাফেরা করা, সামাজিত দূরত্ব নিশ্চিত না করে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার অপরাধে গতকাল সোমবার দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২৮ জন পথচারী ও ব্যবসায়িকে ১০ হাজার ১৫০ টাকা জরিমানা করা হয়। করোনা পরিস্থিতিতে সরকারী নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে বলেও প্রশাসন সূত্রে জানাগেছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com