আখাউড়ায় চলতি মৌসুমে সরকারের রোপা আমন ধান সংগ্রহের কাজ শুরু হয়েছে। আজ বুধবার সকালে আখাউড়া মোগড়া ইউনিয়নের উমেতপুর বাজারে ধান সংগ্রহের মাধ্যমে এই কাজের শুভ উদ্বোধন করেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা।
আজ উদ্বোধনী দিনে উমেতপুর গ্রামের ইউসুফ মিয়া, সৈয়দ জামান ও মজিবুর রহমান নামে ৩ কৃষক থেকে ৩ মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছে।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা শাহেনা বেগম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কাউছার সজিব, পিআইও তাপস চক্রবর্তী, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজিব কুমার শীল প্রমুখ।
কৃষি কর্মকর্তা শাহেনা বেগম জানায়, এবার সরকার আখাউড়া উপজেলায় ৩৪৫ মেট্রিক টন ধান সংগ্রহ করবে। স্বচ্ছতার জন্য প্রকশ্যে লটারির মাধ্যমে কৃষকদের নামের তালিকা চূড়ান্ত করা হয়েছে। লটারিতে তালিকাভূক্ত প্রত্যেক কৃষকের নিকট থেকে এক মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে।
তিনি আরো জানান, আজ থেকে সরকারের রোপা আমন ধান সংগ্রহের কাজ শুরু হয়েছে। লটারিতে তালিকাভূক্ত কৃষকরা তাদের উৎপাদিত রোপা আমন ধান ন্যায্যমূল্যে সরকারী এলএসডি কেন্দ্রে গিয়ে বিক্রয় করতে পারবেন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com