ব্রেকিং

x

আখাউড়ায় রাতের আঁধারে অসহায়দের ঘরে খাবার পৌঁছে দিলেন যুবকরা

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০ | ১:১৬ পূর্বাহ্ণ

আখাউড়ায় রাতের আঁধারে অসহায়দের ঘরে খাবার পৌঁছে দিলেন যুবকরা

প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কার্যত লকডাউনে রয়েছে আখাউড়া উপজেলা তথা পুরো দেশ। চলছে সাধারণ ছুটি। ফলে কর্মহীন হয়ে পড়েছেন খেটে খাওয়া মানুষগুলো। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য এই মন্ত্রে ব্রত হয়ে তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অনেকেই। সরকারি-বেসরকারি উদ্যোগেও দেয়া হচ্ছে ত্রাণ।


তবে একেকজনের সহায়তা করার ধরণ একেক রকম। কেউ দিচ্ছেন প্রকাশ্যে; আবার কেউ গোপনে। এরই ধারাবাহিকতায় আখাউড়া দক্ষিণ ইউনিয়নের কুড়িপাইকা গ্রামের দেশ-বিদেশে অবস্থানরত কিছু যুবকের উদ্যোগে রাতের আধারে নিরবে দান করছেন অসহায় দরিদ্র ও কর্মহীন মানুষদের মধ্যে। তারা নিজহাতে তাদের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন।


বুধবার দিবাগত রাতে এই যুবকরা উপজেলার কুড়িপাইকা গ্রামে ঘুরে ঘুরে ৬১টি অসহায় কর্মহীন পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। আসন্ন রোজা উপলক্ষ্যে অসহায় পরিবারগুলো মধ্যে তারা তুলে দিয়েছেন ইফতার সামগ্রী। ডাল, তেল, পেয়াজ, মুড়ি, বুট, খেজুর বিতরণ করেছেন তারা।

এ ব্যাপারে প্রবাশে কর্মরত আবু সাইদ ভুইয়া জানান, করোনাভাইরাসের কারণে কর্মজীবী মানুষ কাজ করতে পারছেন না। তাই কুড়িপাইকা গ্রামের যুব সমাজ নিজ উদ্যোগে যতটুকু সম্ভব অসহায় গরিবদের পাশে দাঁড়িয়েছে।

তিনি আরো জানান, দিনেরবেলা ত্রাণ দিতে গেলে মানুষের মধ্যে হুড়োহুড়ি বেধে যায়। তখন সামাজিক দূরত্ব বজায় রাখা কঠিন হয়ে পড়ে। এছাড়া তাতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ারও আশঙ্কা থাকে। তাই রাতের বেলা নীরবে বাড়ি গিয়ে ত্রাণ পৌঁছে দিচ্ছে যুবকরা

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!