আখাউড়ায় ভারতীয় ফেন্সিডিল সহ নারী মাদক কারবারী আটক
আখাউড়ায় সুমা আক্তার (২৬) নামে রাজধানী ঢাকার এক শীর্ষ মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে আখাউড়া পৌর এলাকার বাইপাস সড়ক থেকে আখাউড়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত এই মাদক ব্যবসায়ি রাজধানী ঢাকার শনির আখড়ার ইউসুফ মিয়ার স্ত্রী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরের তাকে আটকের পর তার দেহ তল্লাশী করে ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল পাওয়া যায়। তার বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে বলেও জানাগেছে।
আখাউড়া থানার অফিসার ইনর্চাজ রসুল আহমদ নিজামী জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যহত রয়েছে। আখাউড়া উপজেলাকে মাদকমুক্ত করতে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। মাদকের সাথে জড়িত কেউ রক্ষা পাবেন না বলেও তিনি জানিয়েছেন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com