আজ বুধবার দুপুরে আখাউড়ায় জামির হোসেন (২১) নামে এক যুবকের লাশ উদ্ধার হয়েছে। মৃতদেহে আত্মহত্যা কিংবা হত্যার আলামত না থাকায় তার মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ জানায়, আখাউড়া মনিয়ন্দ জয়পুর গ্রামের আবুল হাসেমের পুত্র জামির হোসেনের লাশ তার চাচার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। পরিবারের লোকজন ফাসিতে আত্মহত্যার কথা বল্লেও জামির হোসেনের গলায় ফাসির দাগ নেই। শরীরে কোন জখমও নেই। পরিবারের লোকজন আত্মহত্যার স্থান তার নিজের বাড়িতে দেখালেও লাশ উদ্ধার হয়েছে অন্য বাড়ি থেকে। এছাড়া ফাসি দেয়ার স্থান নিয়েও রহস্যতা রয়েছে।
এ ব্যাপারে আখাউড়া থানার এস আই দেলোয়ার হোসেন জানান, জামির হোসেনের মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট বেরিয়ে আসলে সব রহস্যের সমাধান হয়ে যাবে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com