ব্রেকিং

x

আখাউড়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক সম্রাজ্ঞী মনোয়ারা গ্রেফতার

বৃহস্পতিবার, ১৯ জুলাই ২০১৮ | ২:৪৯ অপরাহ্ণ

আখাউড়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক সম্রাজ্ঞী মনোয়ারা গ্রেফতার

মাদক মামলায় যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত আসামী শীর্ষ মাদক সম্রাজ্ঞী মনোয়ারা বেগম (৪৫)কে গ্রেফতার করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাতে আখাউড়া উত্তর ইউনিয়নের রামধননগর গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।


পুলিশ জানায়, গ্রেফতারকৃত শীর্ষ নারী মাদক ব্যবসায়ী মনোয়ারা বেগমের বিরুদ্ধে ৪টি মাদক মামলা রয়েছে। এর মধ্যে এক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আর এক মামলায় ৩ বছরের কারাদন্ড প্রাপ্ত আসামী। এই নারী মাদক ব্যবসায়ী দীর্ঘদিন পলাতক ছিল।


বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানা পুলিশ মনোয়ারাকে রামধননগর এলাকা থেকে গ্রেফতার করে।

এ ব্যপারে আখাউড়া থানার ওসি তদন্ত মোহাম্মদ আরিফুল আমিন জানান, পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান অব্যহত রয়েছে। মাদকের সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না বলেও তিনি জানান।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!