ব্রেকিং

x

আখাউড়ায় যাত্রীবাহী ট্রেন দুর্ঘটনা। ২ ঘন্টা ট্রেন চলাচাল বিচ্ছিন্ন

শুক্রবার, ০৪ অক্টোবর ২০১৯ | ১২:২৭ অপরাহ্ণ

আখাউড়ায় যাত্রীবাহী ট্রেন দুর্ঘটনা। ২ ঘন্টা ট্রেন চলাচাল বিচ্ছিন্ন
akhauranews.com

আজ শুক্রবার সকাল ৭টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলজংশন স্টেশনে সিলেট-চট্টগ্রামী যাত্রীবাহি জালালাবাদ এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়ে দুর্ঘটনায় পতিত হয়েছে। এতে সিলেটের সাথে সারাদেশের ২ ঘন্টা ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। জালালাবাদ এক্সপ্রেস ট্রেনটির চলাচল বন্ধ থাকায় যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে পড়ে।


আখাউড়া লোকোসেড ইনর্চাজ দেলোয়ার হোসেন মিয়া জানান, সকাল ৭টায় সিলেট-চট্টগ্রামী জালালাবাদ এক্সপ্রেস ট্রেনটি আখাউড়া জংশন স্টেশনে প্রবেশের সময় ডাইমন্ড পয়েন্টে যন্ত্রাংশ ভেঙ্গে ট্রেনটির একটি বগি হঠাৎ বিকট শব্দে লাইনচ্যুত হয়ে দুর্ঘটনায় পতিত হয়। দুর্ঘটনায় লাইন বন্ধ থাকায় সিলেটের সাথে সারাদেশের ট্রেন চলাচল বিচ্ছিন্ন হয়ে পড়ে। খবর পেয়ে আখাউড়া রিলিফ ট্রেন দুর্ঘটনা কবলিত বগি উদ্ধার করলে সকাল ৯টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।


এদিকে দুর্ঘটনার কারণে জালালাবাদ এক্সপ্রেস ট্রেনটি আখাউড়া জংশন স্টেশনে দীর্ঘ সময়ের জন্য আটক পড়ায় যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে পড়ে। এ রিপোর্ট লেখা পর্যন্ত টানা ৬ ঘন্টা ট্রেনটি আখাউড়া জংশন স্টেশনে আটকা পড়ে ছিল। গরমে ট্রেনের কিছু বৃদ্ধ ও শিশু যাত্রী অসুস্থ্য হয়ে পড়ে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!