ব্রেকিং

x

আখাউড়ায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালিত

রবিবার, ১৭ মার্চ ২০১৯ | ৪:২৭ অপরাহ্ণ

আখাউড়ায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালিত

আজ রোববার আখাউড়ায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসের শুরুতেই সকাল ৯টায় শিশু সমাবেশ ও র‌্যালী হয়।
এতে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, আখাউড়া থানার ওসি রসুল আহাম্মদ নিজামী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সেলিম ভুইয়া, পল্লী বিদ্যুতের ডিজিএম আহাম্মদ শাহ আল জাবের, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল, আখাউড়া সিএন্ডএফ এসোসিয়েশনের সাধারন সম্পদক ফোরকান আহাম্মদ খলিফা, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলুসহ রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতাকর্মী, সরকারী বেসরকারী স্কুল, কলেজ ও মাদ্রাসার হাজারো শিক্ষক অভিভাবক ও ছাত্র ছাত্রীরা।



পরে বঙ্গবন্ধু ও বাংলাদেশ নিয়ে চিত্রাঙ্কন, কুইজ প্রতিযোগীতা হয়। শেষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। উপজেলা শিল্পকলা একাডেমির শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহন করে।



দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন আখাউড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক নুরুন্নবী ভুইয়া, শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক খুরশেদ আলম প্রমুখ।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!