আজ সোমবার ১৬ই ডিসেম্বর আখাউড়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন হয়েছে। আখাউড়া উপজেলা প্রশাসনের দিনব্যাপী কর্মসুচীর মধ্যে আজ সুর্যোয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলণের মাধ্যমে দিবসের সূচনা করা হয়।
আখাউড়া উপজেলা পরিষদ মাঠে শহীদ মিনারে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনার নেতৃত্বে উপজেলা প্রশাসন স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে। পরে আখাউড়া মুক্তিযোদ্ধা সংসদ, আখাউড়া থানা, উপজেলা আওয়ামীলীগ, উপজেলা বিএনপি, পৌরসভা আওয়ামীলীগ, উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, আখাউড়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন, আখাউড়া প্রেসক্লাব, সাব-রেজিস্ট্রি অফিসসহ সর্বস্তরের সরকারী বেসরকারী অফিস, সামাজিক ও রাজনৈতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান শহীদ মিনারে পুষ্পস্ততক অর্পণ করে।
এদিকে সকাল সাড়ে ৮টায় মহান বিজয় দিবস উপলক্ষে আখাউড়া উপজেলা পরিষদ মাঠে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠান, মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা ও আলোচনা সভা হয়। মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিএনএসএস, স্কাউট, গার্ল-ইন-স্কাউট, কাব, স্কুল-কলেজ, মাদ্রসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগদান করেন।
কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ মাঠে বীরমুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধণা দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা, আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম ভুইয়া, আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, আখাউড়া উপজেলা সহকারী কমিশনার ভুমি নাজমুল হাসান, আখাউড়া থানার অফিসার ইনর্চাজ রসুল আহমদ নিজামী, ওসি তদন্ত মোহাম্মদ আরিফুল আমিন, আখাউড়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি ড. এ্যাডভোকেট আব্দুল্লাহ ভুইয়া বাদল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোরাদ হোসেন, নাসরিন সফিক আলেয়া, পল্লি বিদ্যুতের ডিজিএম আহাম্মদ শাহ আল জাবের, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল, পৌরসভা যুবলীগের সভাপতি মনির খান, সাধারন সম্পাদক আবু কাউছার ভুইয়া, আখাউড়া প্রেসক্লাবের সভাপতি মানিক মিয়া, সাধারন সম্পাদক নুরুন্নবী ভুইয়া, কালের কন্ঠের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু, আখাউড়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জুটন বনিক, আখাউড়া টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক মো: সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু, সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন, যুবলীগ নেতা জুয়েল রানা প্রমুখ।
এর আগে সকাল বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মো: মোস্তফা কামালের কবরে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করা হয়। গঙ্গাসাগর গণকবরে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করা হয়। সন্ধ্যায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। উপজেলা শিল্পকলা একাডেমির শিক্ষার্থীরা এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com