আজ বৃহস্প্রতিবার আখাউড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা।
দিবসের শুরুতে সকাল ১১টায় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয়। র্যালী শেষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ উপজেলা সহকারী কমিশনার ভুমি এ, কে, এম শরীফুল হক উপস্থিত ছিলেন।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাছরিন সফিক আলেয়া, উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা আক্তার, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিম প্রমুখ।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com