ব্রেকিং

x

আখাউড়ায় মোস্তফা কামাল ফুটবল লীগের আজ প্রথম সেমিফাইনাল

বুধবার, ২৫ জুলাই ২০১৮ | ৩:০৫ অপরাহ্ণ

আখাউড়ায় মোস্তফা কামাল ফুটবল লীগের আজ প্রথম সেমিফাইনাল

আখাউড়া উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত সিপাহি মোস্তফা কামাল ফুটবল টুর্ণামেন্ট এর প্রথম সেমিফাইনাল আজ বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বিকেল সাড়ে তিনটায় শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ মাঠের এ ম্যাচে মুখোমুখি হবে আখাউড়া পৌরসভা নর্থ বনাম আখাউড়া উপজেলা প্রশাসন একাদশ। ম্যাচ আয়োজনে ইতিমধ্যেই সব ধরণের আয়োজন সম্পন্ন করা হয়েছে। তবে বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় কিছুটা সমস্যা হতে পারে। অবশ্য আজ বৃষ্টি না হলে ও তীব্র রোদ থাকলে মাঠের বর্তমান অবস্থার পরিবর্তন হতে পারে।
আয়োজকরা জানিয়েছেন, ইতিমধ্যেই ঘাস কেটে মাঠকে খেলার উপযোগি করা হয়েছে। তবে নিষ্কাশন সমস্যায় মাঠের উত্তর পশ্চিম প্রান্তে কিছু বৃষ্টির পানি জমে আছে। সেটি সরানোর চেষ্টা করা হচ্ছে।
এদিকে আজকের ম্যাচকে কেন্দ্র করে ফুটবল প্রেমিদের মাঝে আগ্রহ বিরাজ করছে। আজকের ম্যাচকে উপজেলা প্রশাসন ও পৌরসভার মর্যাদার লড়াই হিসেবে দেখছেন অনেকে।
ম্যাচকে সামনে রেখে দুই দলই ব্যাপক প্রস্তুতি নিয়েছে। দুই দলকে নিজেদের শক্তমত্তা জানান দিতে নতুন খেলোয়াড় অন্তর্ভুক্ত করছেন বলে জানা গেছে।
এখানে উল্লেখ্য, গত ১৬ জুলাই থেকে শুরু হওয়া টুর্ণামেন্টের মিডিয়া পার্টনার আখাউড়া নিউজ ডট কম। প্রতি ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচও প্রদান করছে আখাউড়া নিউজ।



আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!