ব্রেকিং

x

আখাউড়ায় মোবাইল কোর্টে ৩ হোটেল ব্যবসায়ীকে জরিমানা

সোমবার, ১৯ মার্চ ২০১৮ | ৫:১৩ অপরাহ্ণ

আখাউড়ায় মোবাইল কোর্টে ৩ হোটেল ব্যবসায়ীকে জরিমানা

আখাউড়ায় মোবাইল কোর্টে ৩ হোটেল ব্যবসায়ীকে জরিমানা


ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভোক্তা অধিকার আইনে ৩ হোটেল ব্যবসায়ীকে পাঁচ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামছুজ্জামান।
সোমবার দুপুর ১২টার দিকে পৌরশহরের খরমপুর এলাকায় মোবাইল কোর্ট অভিযান চলে। অভিযানে খরমপুর কল্লা শহীদ (রাঃ) মাজার শরীফ প্রাঙ্গণে অবস্থিত আল্লার দান হোটেল এর ব্যবসায়ী মোঃ লোকমান কে খোলা ও অপরিচ্ছন্ন খাবার রাখার দায়ে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪১ ধারায় ২,০০০/-(দুই হাজার) টাকা জরিমানা করা হয়। পরে একই আইনে কল্লা শহীদ (রাঃ) মিষ্টান্ন ভান্ডার প্রোঃ আমিন উদ্দিন খাদেম কে খোলা জায়গায় মিষ্টি রাখার দায়ে ৫০০/- (পাঁচশত) টাকা এবং ভাই ভাই হোটেল, প্রোঃ নাছির মিয়া কে দীর্ঘ দিনের বাসি, পঁচা, খোলা ও অপরিচ্ছন্ন খাবার রাখার দায়ে ৩,০০০/- (তিন হাজার) টাকা জরিমানা করা হয়।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!