ব্রেকিং

x

আখাউড়ায় মে দিবসে শ্রমিকদের র‌্যালি ও সমাবেশ

মঙ্গলবার, ০১ মে ২০১৮ | ১:২৫ অপরাহ্ণ

আখাউড়ায় মে দিবসে শ্রমিকদের র‌্যালি ও সমাবেশ

আখাউড়ায় মে দিবসে র‌্যালি ও আলোচনাসভা করে শ্রমিকরা। উপজেলা শ্রমিক লীগ ও নির্মাণ শ্রমিক ইউনিয়ন যৌথভাবে র‌্যালি  ও সমাবেশের আয়োজন করে। আজ মঙ্গলবার সকালে পৌরশহরের বড়বাজার নির্মাণ শ্রমিক ইউনিয়ন কার্যালয় থেকে র‌্যালিটি  বের হয়ে রেলস্টেশন এলাকাসহ পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


m2
পরে একই স্থানে ফিরে এসে শ্রমিকরা সমাবেশ করে। উপজেলা শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন ভান্ডারী,  মোগড়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি বিল্লাল হোসেন, মনিয়ন্ধ ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি এনায়েত ও পৌর নির্মাণ শ্রমিক লীগের সভাপতি মুর্শেদ ভূইয়া। সভায় বক্তারা শ্রমিকদের  আইনগত অধিকার প্রতিষ্ঠার দাবি জানায়।


m1

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!