ব্রেকিং

x

আখাউড়ায় মেয়র কাজলের মতবিনিময় ও প্রতিবন্ধী স্কুল পরির্দশন

রবিবার, ০১ জুলাই ২০১৮ | ১১:৩৫ অপরাহ্ণ

আখাউড়ায় মেয়র কাজলের মতবিনিময় ও প্রতিবন্ধী স্কুল পরির্দশন

গতকাল শনিবার আখাউড়ার কৃতি সন্তান নারায়নগঞ্জ জেলার জেলা প্রশাসক রাব্বি মিয়ার সাথে মতবিনিময়সহ প্রতিবন্ধী স্কুল পরির্দশন করেছেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল।


শনিবার দুপুর ১২টায় আখাউড়া রাধানগরস্থ জেলা প্রশাসক রাব্বি মিয়ার বাড়িতে মিলিত হন তারা। এসময় জেলা প্রশাসক রাব্বি মিয়া ও মেয়র তাকজিল খলিফা কাজল একে অপরের খোজখবর নেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আখাউড়া পৌরসভা যুবলীগের সভাপতি মনির খান, সাধারন সম্পাদক আবু কাউছার ভুইয়া, মোগড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি কাউছার ভুইয়া, সাবেক ছাত্রনেতা কামাল ভুইয়া প্রমুখ।


এদিকে আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল নারায়নগঞ্জ জেলা প্রশাসক রাব্বি মিয়ার সাথে মতবিনিময় শেষে আখাউড়া বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরির্দশন করেন। এসময় তিনি বিদ্যালয়ের খোজখবর নেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সাথে কথা বলেন। এসময় মেয়র তাকজিল খলিফা কাজল বিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশ্যে বলেন,  এই অটিস্টিক শিশুদের মাঝে অনেক প্রতিভা লুকিয়ে আছে। তাদের প্রতিভা বিকাশের সুযোগ করে দিলে তারাই দেশের জন্য গৌরব বয়ে আনবে।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল, আখাউড়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জুটন বনিক, সাধারন সম্পাদক নুরুন্নবী ভুইয়া, সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু,  আখাউড়া বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুর রহমান বিল্লাল, যুবলীগ নেতা দুলাল মেম্বার, রফিকুল ইসলাম সবুজ, আবুল কাশেম সরকার, সংগীত শিক্ষক আশারুল প্রমুখ।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!