আজ রোববার আখাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের আহবায়ক তাকজিল খলিফা কাজলের জন্মদিন। আজ জন্মদিন উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ, সাংবাদিকসহ বিভিন্ন মহল মেয়র তাকজিল খলিফা কাজলকে শুভেচ্ছা জানিয়ে তার সুস্থাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
খবর নিয়ে জানাগেছে, শনিবার দিবাগত রাত ১২টার পর থেকেই মেয়র তাকজিল খলিফা কাজলকে জন্মদিনের শুভেচ্ছা জানানো শুরু হয়। পরে আজ সকাল থেকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পৌরসভায় মানুষ আসতে শুরু করে। জন্মদিন উপলক্ষ্যে মেয়র তাকজিল খলিফা কাজলকে শুভেচ্ছা জানিয়েছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন তরফদার, সুপ্রিম কোর্টের আইনজীবী উম্মে শবনম মোস্তারী মৌসুমী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আবুল কাশেম ভুইয়া, আখাউড়া থানার ওসি তদন্ত মোহাম্মদ আরিফুল আমিন, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুল্লাহ ভুইয়া বাদল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পিয়ারা বেগম পিওনা, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল, সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু, সাংবাদিক রাকিবুল ইসলাম, সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক ফোরকান আহাম্মদ খলিফা,পৌরসভা যুবলীগের সভাপতি মনির খান, সাধারন সম্পাদক আবু কাউছার ভুইয়া, ছাত্রলীগ নেতা শাহাবুদ্দিন বেগ শাপলু, সাখাওয়াত হোসেন নয়ন, আশিকুর রহমান নাইম, হাসান খলিফা, শেখ তজিবুর রহমান ও শাহীন ভুইয়া প্রমুখ।
এদিকে সন্ধ্যায় উপজেলা ছাত্রলীগ মেয়রের সুস্বাস্থ্য কামনা করে দোয়ার মাহফিল করে। দোয়া পরিচালনা করেন আখাউড়া টেকনিক্যাল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নাছির উদ্দিন। মিলাদ পরিচালনা করেন কাজী মাওলানা মুফতি কেফায়েতুল্লাহ মাহমুদী।
এদিকে দুপুরে আখাউড়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মেয়র তাকজিল খলিফা কাজলকে তার কার্যালয়ে জন্মদিনের শুভেচ্ছা জানায়। কেক কেটে জন্মদিন পালন করেন টেলিভিশনের সাংবাদিকরা। এসময় উপস্থিত ছিলেন আখাউড়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নুরুন্নবী ভুইয়া, সিনিয়র সহ-সভাপতি জুটন বনিক, সাধারন সম্পাদক মো: সাইফুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক জহিরুল ইসলাম সাগর, সাংগঠনিক সম্পাদক বাদল আহাম্মদ খান, সদস্য রতন পারভেজ, জালাল হোসেন মামুন ও মোজাম্মেল হক ভুইয়া প্রমুখ।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com