ব্রেকিং

x

আখাউড়ায় মুজিবনগর দিবসে ছাত্রলীগের জাতীয় পতাকা বিতরণ

বুধবার, ১৭ এপ্রিল ২০১৯ | ১০:৪৯ অপরাহ্ণ

আখাউড়ায় মুজিবনগর দিবসে ছাত্রলীগের জাতীয় পতাকা বিতরণ

আখাউড়ায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে আখাউড়া উপজেলা ছাত্রলীগ ব্যতিক্রম উদ্যোগ গ্রহন করেছে। আজ বুধবার সকাল ১০টা থেকে আখাউড়া উপজেলার প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে দেশের জাতীয় পতাকা বিতরণ কর্মসূচী পালন করছে। শুধু তাই নয়, পতাকা বিতরণের সাথে সাথে ছাত্রলীগ প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্দেশ্যে ঐতিহাসিক মুজিবনগর দিবস ও দেশের স্বাধীনতা শীর্ষক সংক্ষিপ্ত আলোচনাও করেন।


জানাগেছে, ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আজ বুধবার সকাল ১০টায় উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু ও সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন নয়নসহ উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দরা সিরাজুল পৌর উচ্চ বিদ্যালয় থেকে তাদের পতাকা বিতরণ কার্যক্রম শুরু করে। পরে আখাউড়া শহীদ স্মৃতি সরকারী কলেজ, তারাগন প্রাথমিক বিদ্যালয়, নাছরীন নবী পাইলট বালিকা বিদ্যালয় ও কলেজসহ ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। পর্যায়ক্রমে প্রত্যেকটি বিদ্যালয়ে জাতীয় পতাকা বিতরণ করা হবে বলে ছাত্রলীগ নেতৃবৃন্দরা জানিয়েছেন।


জাতীয় পতাকা বিতরণের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি যুবরাজ শাহ রাসেল, তানভীর আহমেদ, তানভীর আহমেদ মন, সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান, কলেজ ছাত্রলীগ নেতা আবু বক্কর প্রমুখ।

উপজেলা ছাত্রলীগ সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু জানায়, আজ বুধবার ৩৫টি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষাথীদের হাতে জাতীয় পতাকা তুলে দেয়া হয়েছে। পর্যাক্রমে উপজেলার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে এই পতাকা তুলে দেয়া হবে বলেও তিনি জানিয়েছেন।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!