গতকাল রোববার বিকালে আখাউড়ায় মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা। নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আখাউড়ার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু সাইয়িদ মিয়া, ডেপুটি কমান্ডার মমিনুল হক মিন্টু, সাবেক সহকারী কমান্ডার সংগঠনিক মোঃ বাহার মিয়া মালদার, সাবেক কমান্ডার জমসিদ শাহসহ উপজেলার সর্বস্তরের মুক্তিযোদ্ধাগণ।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সম্পদ, জাতির যে কোন ক্রান্তি লগ্নে মুক্তিযোদ্ধারা যেমন সরব ভুমিকা রেখেছেন আগামীতেও দেশের স্বার্থে তেমনি ভূমিকা রাখবেন।
তিনি আরো বলেন, আখাউড়াকে উন্নয়নের রোল মডেলে পরিণত করতে আইনমন্ত্রী মহোদয়ের প্রচেষ্টায় উন্নয়ন কার্যক্রম অব্যহত রয়েছে।
পরে তিনি আখাউড়া উপজেলাকে উন্নত আধুনিক মাদকমুক্ত উপজেলায় পরিণত করতে সবার সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভার শুরুতেই নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনাকে ফুল দিয়ে বরণ নেন মুক্তিযোদ্ধারা।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com