আখাউড়ায় একাধিক মাদক মামলার আসামী মাদক সম্রাজ্ঞী কমলা বানু (৪৫)কে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। মাদকসহ আটকের পর ভ্রাম্যমান আদালত কমলা বানুকে ৬ মাসের কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছে। বিজিবি সদস্যদের সহযোগীতায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামছুজ্জামান।
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামছুজ্জামান জানান, ভ্রাম্যমান আদালত আখাউড়া বাউতলা সীমান্তে মাদক বিরোধী অভিযান চালিয়ে কমলা বানুকে আটক করেছে। অভিযানের সময় তল্লাশী চালিয়ে তার নিকট থেকে ৫পিস ইয়াবাসহ মাদক বিক্রয়ের ৭৩ হাজার ৩১২ টাকা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, এই কমলা বানুর বিরুদ্ধে মাদকের ৫টি মামলা রয়েছে। মাদক রাখার দায়ে ভ্রাম্যমান আদালত তাকে ৬ মাসের কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছে। জরিমানার অর্থ অনাদায়ে আরও ২ মাসের কারাদন্ড প্রদান করা হয়।
আখাউড়া উপজেলায় মাদক নির্মুল হওয়ার আগ পর্যন্ত উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com