আজ বৃহস্প্রতিবার সকালে আখাউড়ায় মাদক নির্মূলে আলেম উলামাদের সাথে মতবিনিময় করেছেন আখাউড়া থানার অফিসার ইনচার্জ রসুল আহমদ নিজামী।
আখাউড়া থানার এসআই সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আখাউড়া থানার ওসি তদন্ত মোহাম্মদ আরিফুল আমিন, মাওলানা জামিলুল হক ও কাজী মাইনুদ্দিনসহ উপজেলার সর্বস্তরের আলেম উলামারা উপস্থিত ছিলেন।
সভায় আলেম, উলামা, ইমাম, খতিব ও ইসলাম ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও ধর্মীয় শিক্ষকরা আখাউড়ায় মাদক নির্মুলে কাজ করবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন। আলেম উলামারা ধমীয় আলোকে মসজিদ, মাদ্রসা, ওয়াজ মাহফিলসহ বিভিন্ন স্থানে মাদক বিরোধী প্রচারনায় অংশগ্রহন করে মাদকের বিরুদ্ধে জনগণকে সচেতন করে তুলবে বলেও মতবিনিময় সভায় জানিয়েছেন তারা। এর আগে আখাউড়া থানার অফিসার ইনচার্জ রসুল আহমদ নিজামী আখাউড়াকে মাদকমুক্ত করতে আলেম উলামাদের সহযোগীতা কামনা করেন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com