আখাউড়ায় মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী আটক
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী উজ্জল মিয়াকে আটক করেছে পুলিশ। আটক উজ্জল উপজেলার আমোদাবাদ গ্রামের মন মিয়া ওরফে মনু মিয়ার ছেলে। আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন তরফদার জানান, শনিবার সন্ধ্যায় এএসআই শাহীন সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে নিজ বাড়ি থেকে মাদক ব্যবসায়ী উজ্জলকে আটক করে। সে আদালতের সাজাপ্রাপ্ত পলাতক আসামী। তাকে আদালতে সপোর্দ করা হয়েছে। এছাড়া মাদক মুক্ত করতে প্রতিটি এলাকায় মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com