ব্রেকিং

x

আখাউড়ায় মাদক নির্মূল ও আইন-শৃংখলার উন্নয়নে সভা

বৃহস্পতিবার, ১৫ নভেম্বর ২০১৮ | ৯:৪৫ অপরাহ্ণ

আখাউড়ায় মাদক নির্মূল ও আইন-শৃংখলার উন্নয়নে সভা

আখাউড়া থানা পুলিশের উদ্যোগে মাদক নির্মূল ও আইন-শৃংখলার উন্নয়নে কমিউনিটি পুলিশিং সভা হয়েছে। আজ বৃহস্প্রতিবার বিকালে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের কর্মমঠ বাজারে এই সভা অনুষ্ঠিত হয়।


সভায় প্রধান অতিথি ছিলেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন তরফদার। সভায় প্রধান অতিথি মাদকের আগ্রাসন প্রতিরোধ ও অপরাধ দমনে পুলিশকে সহযোগিতার জন্য সচেতন জনসাধারণের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। এছাড়াও সভায় জুয়া, বাল্য বিবাহ, ইভটিজিং, চুরি ও ছিনতাই ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়।


মনিয়ন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: কামাল ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া থানার ওসি তদন্ত মোহাম্মদ আরিফুল আমিন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মফিজুর রহমান শিশু, সাধারন সম্পাদক আলমগীর হোসেন ভুইয়া, যুবলীগ নেতা আবু কাউছার ভুইয়া, স্থানীয় ইউপি মেম্বার হামদু মিয়া, রেজাউল করিম, মহিলা মেম্বার আলেয়া বেগম ও শেফালী বেগম প্রমুখ।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!