আখাউড়ায় মাদকসহ মো: রজব আলী (৩০) ও জামিলা খাতুন (২৫) নামে দুই স্বামী-স্ত্রী গ্রেপ্তার হয়েছে। তাদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা ও চার বোতল ইস্কফ সিরাপ পাওয়া গেছে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন তরফদার বিষয়টি নিশ্চিত করে জানান গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে মাদক বিরোধ বিশেষ অভিযান চালিয়ে পুলিশ পৌরসভার দেবগ্রাম এলাকা থেকে তাদের গ্রেফতার করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আজ মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।
রজব আলী একজন চিহ্নিত মাদক ব্যবসায়ি বলেও পুলিশ জানিয়েছেন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com