আখাউড়ায় মাদকসহ সালাউদ্দিন বাবু (৪৩) নামে একজন ভিক্ষুক আটক হয়েছে। বিজিবি সদস্যরা গতকাল বুধবার বিকালে আজমপুর রেলস্টেশনে মাদক বিরোধী অভিযান চালিকে তাকে আটক করে।
আখাউড়া থানার ওসি তদন্ত মোহাম্মদ আরিফুল আমিন এই বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজিবি সদস্যরা আখাউড়া আজমপুর রেলস্টেশনে মাদক বিরোধী অভিযান চালায়। এসময় ৫০০ গ্রাম গাজা ও ৫ পিচ ইয়াবাসহ চাদপুর জেলার মতলব উপজেলার খাগুড়িয়া গ্রামের সালাউদ্দিন বাবু আটক হয়। আটকৃত বাবু দীর্ঘদিন ধরে স্টেশন ও ট্রেনসহ বিভিন্ন স্থানে ভিক্ষাবৃত্তি করতো। পরে অধিক মুনাফা লাভের আশায় ভিক্ষার আড়ালে সে মাদক ব্যবসা শুরু করে। তার বিরুদ্ধে আখাউড়া থানায় মাদকের মামলা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com