ব্রেকিং

x

আখাউড়ায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত

বুধবার, ২৬ জুন ২০১৯ | ২:৫৬ অপরাহ্ণ

আখাউড়ায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত

আজ বুধবার সকালে আখাউড়ায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে।


এ উপলক্ষে আজ সকাল ১১টায় প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আবুল কাশেম ভুইয়া। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা সহকারী কমিশনার ভুমি এ, কে, এম শরীফুল হক, আখাউড়া থানার অফিসার ইনর্চাজ রসুল আহমদ নিজামীসহ আলোচনা সভায় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ও সরকারী কর্মকর্তা ও আইন শৃংখলাবাহিনীর লোকজন অংশগ্রহন করে।


আলোচনা সভায় বক্তরা বলেন, মাদকদ্রব্য মানুষকে ধ্বংসের দারপ্রান্তে নিয়ে যায় তাই মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচার বন্ধ করে সুখী ও সুন্দর জীবন গড়ে তুলতে হবে।

সভায় অন্যদের মধ্যে ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোরাদ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নাছরীন সফিক আলেয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা রওনক আরা বেগম, আখাউড়া উত্তর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল হান্নান স্বপন, দক্ষিন ইউপি চেয়ারম্যান মো: জালাল উদ্দিন, মোগড়া ইউনিয়ন চেয়ারম্যান মো: মনির হোসেন প্রমুখ।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!