২১ ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আখাউড়া উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছে। কর্মসুচীর মধ্যে রয়েছে রাত ১২টা ১ মিনিটে আখাউড়া শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ মাঠের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন, ব্যবস্থাপনায় থাকবেন আখাউড়া পৌরসভার মেয়র । সূর্যোয়ের সাথে সাথে সরকারী/আধাসরকারী ও স্বায়ত্ব শাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সমুহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে, সকাল ৭টায় উপজেলা চত্বর থেকে শহীদ মিনারের উদ্দেশ্যে প্রভাত ফেরী, উপজেলা প্রশাসন, আখাউড়া শিল্পকলা একাডেমি, সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠন প্রভাত ফেরীতে অংশগ্রহন করবে। সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সকাল ১০টায় উপজেলা মিলনায়তনে হবে শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা। সবশেষে ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করে প্রার্থনা করা হবে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে।
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান ২১ ফেব্রুয়ারীর সমস্ত অনুষ্ঠানে সবাইকে সাদর আমন্ত্রন জানিয়েছেন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com