২১ ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে অংশগ্রহন করবে আখাউড়া উপজেলা লেডিস ক্লাব ও জাগরনী সংঘ। এ উপলক্ষ্যে আজ মঙ্গলবার সন্ধ্যায় লেডিস ক্লাব ও জাগরনি সংঘের সভাপতি সুপ্রিম কোর্টের আইনজীবী উম্মে শবনম মোস্তারী মৌসুমীর সভাপতিত্বে প্রস্তুতি সভা হয়েছে। সভার সীদ্ধান্ত অনুযায়ী লেডিস ক্লাব ও জাগরনি সংঘের সদস্যরা একুশে ফেব্রুয়ারী সকাল ৭টায় প্রভাত ফেরিতে অংশগ্রহন করবে। এছাড়াও নারীরা সকাল সাড়ে ৮টায় আলোচনা সভা ও সকাল ১০টায় সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করবে।
প্রস্তুতি সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া সাব-রেজিস্ট্রার জান্নাত তাজনুভা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরজাহান বেগম, তারাগন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌসুমী আক্তার, নাছরীন নবী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা বেগম, শিক্ষক জান্নাতুল ফেরদৌস, কাজী স্বপ্না সিফাত, মহিলা কাউন্সিলর মিলি, উপ-সহকারী ভুমি কর্মকর্তা নাজনীন আক্তার প্রমুখ।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com