ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা মহিলা আ্ওয়ামীলীগের নেতাকর্মী ও নারী জনপ্রতিনিধিদের ঈদ উপহার দিলেন আইনমন্ত্রী আনিসুল হক এমপি ।আজ বুধার সকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে মহিলা আওয়ামীলীগের নেতাকর্মীদের হাতে (শাড়ি)এই ঈদ উপহার তুলে দেওয়া হয়। ঈদ উপহার পেয়ে নেতাকর্মীরা মন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আখাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের আহবায়ক তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-আহবায়ক সেলিম ভূইয়া, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মুঞ্জুআরা বেগম, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান পিয়ারা বেগম পিওয়া, আইনমন্ত্রী আনিসুল হকের পিএ শফিকুল ইসলাম সোহাগ, উপজেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক আব্দুল মমিন বাবুল, পৌর যুবলীগের সভাপতি মনির খান, উপজেলা যুবলীগ নেতা আবু কাউছার ভূইয়া, ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম প্রমুখ।
আখাউড়া উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পিয়ারা বেগম পিওনা নেতাকর্মীসহ নারী জনপ্রতিনিদের ঈদ উপহার দেওয়ায় সবার পক্ষ থেকে আইনমন্ত্রী আনিসুল হককে ধন্যবাদ জ্ঞাপন করেন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com