মহান দিবস উপলক্ষ্যে আজ রোববার বিকালে উপজেলা মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে নারীদের ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মাঠে মহিলাদের বালিশ খেলা, ২০০ মিটার ভারসাম্য দৌড় ও ২০০ মিটার দৌড় প্রতিযোগীতা হয়। এবার বালিশ খেলায় রেকর্ড পরিমান মহিলারা অংশ গ্রহন করেছেন।
আখাউড়া মহিলা ক্রীড়া সংস্থা, লেডিস ক্লাব ও জাগরনি সংঘের সভাপতি উম্মে শবনম মোস্তারী মৌসুমীর সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগীতায় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, আখাউড়া উপজেলা সাব-রেজিস্ট্রার তাজনুভা জান্নাত, মহিলা বিষয়ক কর্মকর্তা রউনক আরা বেগম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরজাহান বেগমসহ স্থানীয় ৫ শতাধিক মহিলা ক্রীড়া অনুরাগী।
খেলায় অংশগ্রহনকারী শিক্ষক জান্নাতুল ফেরদৌস ও স্বপ্না সিফাতসহ কয়েকজন প্রতিযোগী মহিলা বলেছেন, এবার রেকর্ড পরিমান মহিলার সমাগম ঘটেছে মহান বিজয় দিবসে নারীদের খেলাধুলায়। বালিশ খেলায় অন্তত ৫০০ জন মহিলা অংশ নিয়েছেন এবার। এই ৫০০জনকে মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি সুপ্রিম কোর্টের আইনজীবী উম্মে শবনম মোস্তারী মৌসুমীর ব্যক্তিগত অর্থায়নে পুরস্কার প্রদান করা হয়।
এদিকে বালিশ খেলা নিয়ে মহিলাদের উৎসবের আমেজ ছিল সারাদিনই। উপজেলা পরিষদ মাঠ সরগম হয়ে উঠে মহিলাদের সমাগমে।
এদিকে এডভোকেট উম্মে শবনম মোস্তারী মৌসুমী খেলার পর এক প্রতিক্রিয়ায় বলেছেন, খুব সুন্দর আনন্দঘন পরিবেশে মহিলাদের দৌড় ও বালিশ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। বিজয়ীরা ছাড়াও প্রতিযোগী সবাইকে শান্তনা পুরস্কার দেয়া হয়েছে।
তিনি আরো বলেছেন, মহিলা নানা কাজ, সন্তান লালন পালন ও সংসারিক কারণে ঘর বন্ধি থাকে। তারা আনন্দ করার সুযোগ পায় না। এক দিনের জন্য হলেও আজ সব মিলিয়ে প্রায় ৬০০ মহিলা এই আনন্দে অংশ গ্রহন করতে পেরেছে।
উপজেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট উম্মে শবনব মোস্তারী মৌসুমীর পরিচালনায় এই ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
এতে আরো উপস্থিত ছিলেন আখাউড়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জুটন বনিক, আখাউড়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি ও আখাউড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক নুরুন্নবী ভুইয়া, চিরসবুজ সংঘের আহবায়ক সিনিয়র সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু, সাংবাদিক জালাল হোসেন মামুন, বাদল আহাম্মদ খান, ময়নাল হক ভুইয়া, শিক্ষিকা মৌসুমী আক্তার, সিদ্দিকা খাতুন, সুলতানা ফেরদৌসী, কাউন্সিলর মিলি আক্তার প্রমুখ।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com