আখাউড়ায় বন্ধন-৯৬ এর নগদ টাকাসহ ঈদ সামগ্রী বিতরণ অব্যহত রয়েছে। আজ বুধবার ১৫ জন মসজিদের ইমামসহ অর্ধশতাধিক কর্মহীন পরিবারের মধ্যে নগদ ৫০০ টাকাসহ ঈদ সামগ্রী বিতরণ করে। ঈদ সামগ্রীর সাথে নগদ অর্থ পেয়ে উপকারভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সংশিষ্টদের প্রতি।
ইমামদের মধ্যে সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন বন্ধন-৯৬ এর সদস্য নাজিরুল হক, মাজহার সবুজ, নাজমুল হক টিপু, কোরবান আলী, শাহাদাত হোসেন প্রমুখ।
বন্ধন-৯৬ এর সভাপতি মো: সাইফুল ইসলাম জানায়, আজ বুধবার সকালে ১৫ জন মসজিদের ইমামসহ অন্তত অর্ধশতাধিক কর্মহীন পরিবারের বাড়িতে নগদ অর্থসহ ঈদ সামগ্রী পৌছে দিয়েছে সদস্যরা।
বন্ধন-৯৬ এর প্রধান উপদেষ্ঠা নজরুল ইসলাম সোহাগ জানায়, করোনায় স্বল্প আয়ের মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই আমরা এই উদ্যোগ নিয়েছি। ঈদ সামগ্রীর সাথে নগদ ৫০০ টাকা প্রদান করছি যাতে প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করে নিতে পারে তারা। তাদের এই সহায়তা অব্যহত থাকবে বলেও তিনি জানান।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com