ব্রেকিং

x

আখাউড়ায় মশক নিধনে চিরসবুজ সংঘের পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান

মঙ্গলবার, ০৬ আগস্ট ২০১৯ | ৩:৩৮ অপরাহ্ণ

আজ মঙ্গলবার দুপুরে আখাউড়ায় মশক নিধনে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে চিরসবুজ সংঘ। এতে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা।


উপজেলা ক্রীড়া সংস্থার চিরসবুজ সংঘের সদস্যরা উপজেলা পরিষদ চত্বর ও শহীদ মিনারের ময়লা আবর্জনা পরিস্কার করেন।


ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হওয়ার আহবান জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা বলেছেন, ডেঙ্গু মশা নির্মুলে সমাজের সকলকে এগিয়ে আসতে হবে। যার যার অবস্থান থেকে এগিয়ে আসলে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব।

তিনি আরো বলেন, বাড়ির আশপাশের ঝোপঝাড়, জঙ্গল, জলাশয় ইত্যাদি পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ফুলদানি, ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার, মুখ খোলা পানির ট্যাংক, ফুলের টব এবং বাড়ির ছাদের উপর যেন পানি জমতে না পারে।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা সহকারী কমিশনার ভুমি এ,কে,এম শরীফুল হক, আখাউড়া সাব-রেজিস্ট্রার তাজনুভা জান্নাত, চিরসবুজ সংঘের দুলাল মাষ্টার, শিক্ষক ও সাংবাদিক রাকিবুল ইসলাম, হাসান খাদেম, জাহাঙ্গীর আলম প্রমুখ।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!