ব্রেকিং

x

আখাউড়ায় মন্দির পরিচালনা কমিটির সাথে পুলিশ বাহিনীর মতবিনিময়

শনিবার, ১৭ আগস্ট ২০১৯ | ৯:৩৯ অপরাহ্ণ

আখাউড়ায় মন্দির পরিচালনা কমিটির সাথে পুলিশ বাহিনীর মতবিনিময়

আখাউড়ায় মন্দির পরিচালনা কমিটি ও পূজা উদযাপন পরিষদের সাথে মতবিনিময়সভা করেছে পুলিশ বাহিনী। আজ শনিবার সকালে থানা ভবনের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন, থানা অফিসার ইনচার্জ রসুল আহমদ নিজামী।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাধানগর রাধামাধব আখড়া  কেন্দ্রীয় মন্দির পরিচালনা কমিটির সহ-সভাপতি বিধান চন্দ্র দাস, সাধারণ সম্পাদক অলক কুমার চক্রবর্তী, লোকনাথ সেবাশ্রম ও শান্তিবন মহাশ্মশান কমিটির সভাপতি হিরালাল সাহা, উপজেলা হিন্দু-বৌদ্ধ- খীষ্ট্রান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক চন্দন কুমার ঘোষ, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য দীপক কুমার ঘোষ, কালের কন্ঠের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু প্রমুখ।
এছাড়া প্রত্যেক মন্দির ও পূজা পরিচালনা কমিটির প্রতিনিধিরা তাদের মতামত সভায় তুলে ধরেন।
সভা সঞ্চলনা করেন সাংবাদিক জুটন বনিক।
সভায় উপজেলার সবকটি মন্দিরের সার্বিক নিরাপত্তা আরো উন্নত ও সমস্যা সমাধানের বিষয় নিয়ে আলোচনা করেন বক্তারা।



আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!