ব্রেকিং

x

আখাউড়ায় মন্ডপে মন্ডপে চলছে বিদ্যামাতার বন্দনা

সোমবার, ২২ জানুয়ারি ২০১৮ | ১:০১ অপরাহ্ণ

আখাউড়ায় মন্ডপে মন্ডপে চলছে বিদ্যামাতার বন্দনা
আখাউড়া রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরে সরস্বতী দেবীর শ্রী চরণে পুষ্পাঞ্জলী দিচ্ছে ভক্তরা

 


ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় মন্ডপে মন্ডপে চলছে বিদ্যামাতা সরস্বতী দেবীর বন্দনা। দেবীর শ্রী চরণে পুষ্পঞ্জলী দিতে সকাল থেকেই হিন্দুধর্মালম্বী পূর্ণার্থী নারী পুরুষ শিশু ও শিক্ষার্থীরা মন্ডবে আগমন করেছেন। বিদ্যার্থীদের সরস্বতৈ নম: মন্ত্রে চারদিক যেন মুখরিত। সকালে বেশ কয়েকটি পূজা মন্ডপ ঘুরে দেখা যায় ভক্তরা দেবীর চরণে পুষ্পঞ্জলী দিচ্ছে।ভক্তদের মধ্যে শিক্ষার্থীদের সংখ্যই বেশি।পৌরশহরের রাধানগর রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরে পূজা উপলক্ষে বিদ্যামাতা সংঘ প্রতিবারের মতো এবারও ব্যাপক আয়োজন হাতে নিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো বিকাল ৪ টা থেকে ভগবান শ্রী বিষ্ণুর ১০ অবতার সম্পর্কে একটি প্রদর্শনী ও প্রতি ১৫ মিনিট পর পর লেজার শো প্রদর্শন। সন্ধ্যা থেকে মধ্য রাত পর্যন্ত পিঠা উত্সব।পূজার দ্বিতীয় দিন জে,এস.সি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হবে । পরে ঢাকার একটি ব্যান্ড দল সংগীত পরিবেশন করবে। এদিকে রাধানগর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অরুন সংঘ তাদের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আরো বেশি জাকজমকভাবে দেবী মায়ের পূজা অর্চনা করবেন। তাদের অনুষ্ঠান মালার মধ্যে রয়েছে মাটি ও মানব প্রতিমা প্রদর্শন। বিশেষ আকর্ষণ হিসাবে থাকবে গরম তেলে হাত দিয়ে ভাজা-বড়া তৈরি!এছাড়া রাধানগর সাহাপাড়া, দাশপাড়া ও শীলপাড়াসহ অন্যান্য পূজা মন্ডপে জাকজমকপূর্ণভাবে বিদ্যামাতার বন্দনা করা হচ্ছে।স্থানীয় পুরোহিত প্রভাষক বিল্পব চক্রবর্তী জানান, মানবকল্যাণে শিক্ষা অর্জনের জন্য শাস্ত্রীয় এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যে এবার বিদ্যামাতা সরস্বতী দেবীর পূজা অর্চনা করা হচ্ছে। সবার সহযোগিতা থাকায় এবার জাকজমকতাও হচ্ছে অনেক বেশি।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!