ব্রেকিং

x

আখাউড়ায় ভ্রাম্যমান আদালতে ১১ চালককে জরিমানা

সোমবার, ২২ অক্টোবর ২০১৮ | ৮:৩০ অপরাহ্ণ

আখাউড়ায় ভ্রাম্যমান আদালতে ১১ চালককে জরিমানা

আজ সোমবার বিকালে জাতীয় সড়ক দিবস উপলক্ষ্যে আখাউড়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এসময় আখাউড়া পৌরসভার সড়ক বাজারের কিছু ফুটপাত দখলমুক্ত করা হয়। সিরাজুল হক বাচ্চু চত্বরে জরিমানা করা হয়েছে ১১ অটোরিক্সা ও বাইক চালককে। পুলিশের সহযোগীতায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন আখাউড়া উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন সুলতানা।


জানাগেছে, আখাউড়া পৌরসভার সড়ক বাজারের কিছু স্থানে রাস্তায় অস্থায়ী দোকান পাট, সাইনবোর্ডসহ মাল রাখা ছিল। তা উচ্ছেদ করে ফুটপাত দখল মুক্ত করা হয়। পরে বিকাল ৫টায় আখাউড়া-আগরতলা সড়কের নারায়নপুর সিরাজুল হক চত্বরে মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিক্সার উপর অভিযান পরিচালনা করা হয়। এসময় ৭টি বাইক ও ৪টি সিএনজি চালিত অটোরিক্সার চালককে বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সাধারণ জনগনের অভিপ্রায় অনুযায়ী প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!