ব্রেকিং

x

আখাউড়ায় ভ্রাম্যমান আদালতে ১৩ ব্যবসায়ির জরিমানা

মঙ্গলবার, ০৯ জুন ২০২০ | ৩:২৮ অপরাহ্ণ

আখাউড়ায় ভ্রাম্যমান আদালতে ১৩ ব্যবসায়ির জরিমানা

আখাউড়ায় সরকারী নিষেধাজ্ঞা অমান্য করায় ভ্রাম্যমান আদালতে ১৩ ব্যবসায়ির জরিমানা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে পুলিশের সহযোগীতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার রেইনা। উপজেলা প্রশাসন সূত্রে এ তথ্য জানাগেছে।


আখাউড়া উপজেলা প্রশাসন জানায়, আজ মঙ্গলবার দুপুর দেড়টায় আখাউড়া সড়ক বাজারে ভ্রাম্যমান্ আদালত পরিচালনা করা হয়। এসময় করোনা আইন অমান্য করায় ১৩ জন ব্যবসায়িকে ৬ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়।


আরও পড়ুন: আখাউড়ায় মাঠে ফুটবল খেলতে এসে জরিমানা গুনলেন ১৯ যুবক

উপজেলা প্রশাসনের এই ধরনের অভিযান অব্যহত থাকবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা জানায়, করোনা পরিস্থিতিতে সবাইকে সরকারী নিষেধাজ্ঞা মেনে চলতে হবে অন্যথায় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও পড়ুন: আখাউড়ায় করোনা আক্রান্তের কথা ১৩দিন গোপন রাখলেন ব্যবসায়ি, এলাকা লকডাউন

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!