ব্রেকিং

x

আখাউড়ায় ভ্রাম্যমাণ আদালতে দুই বেকারী ব্যবসায়িকে জরিমানা

মঙ্গলবার, ১৭ জুলাই ২০১৮ | ৮:৩৭ অপরাহ্ণ

আখাউড়ায় ভ্রাম্যমাণ আদালতে দুই বেকারী ব্যবসায়িকে জরিমানা

আজ মঙ্গলবার দুপুরে আখাউড়া মোগড়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।  আখাউড়া থানা পুলিশের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আখাউড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন সুলতানা।  ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় মোগড়া বাজারের বিসমিল্লাহ ও শততা নামে দুইটি বেকারী ও ৭টি অটোরিক্সাকে ১৫ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়।aan


বিসমিল্লাহ বেকারী


দুপুর পোনে ২টায় মোগড়া বাজারের বিসমিল্লাহ বেকারীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এখানে অস্বাস্থ্যকর পরিবেশ ও মেয়াদ উত্তীর্ণ খাবার রাখা দায়ে ভোক্তা অধিকার আইনে বেকারীর মালিক আবু তাহেরকে নগদ ৮ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। একই অভিযোগে মোগড়া বাজারের শততা বেকারীর মালিক মাইন উদ্দিনকে ভোক্তার অধিকার আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে অটোরিক্সা চলাচলের উপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ৭টি অটোরিক্সাকে ২ হাজার ৭০০ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

 

এ ব্যপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন সুলতানা জানান, এ ধরণের অভিযান অব্যহত থাকবে।

 

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!