ব্রেকিং

x

আখাউড়ায় ভ্রাম্যমাণ আদালতে ৭ অটোরিক্সার মালিককে জরিমানা

শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০ | ৩:৪৫ অপরাহ্ণ

আখাউড়ায় ভ্রাম্যমাণ আদালতে ৭ অটোরিক্সার মালিককে জরিমানা

নুরুন্নবী ভুইয়া:


আখাউড়ায় স্বাস্থবিধি লঙ্ঘন ও অপ্রাপ্ত বয়স্কদের দিয়ে ব্যাটারি চালিত অটোরিক্সা চালানোরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। আজ শনিবার দুপুরে আখাউড়া সড়ক বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ৭টি অটোরিক্সার মালিককে জরিমানা করা হয়। এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর-এ-আলম।


উপজেলা প্রশাসন জানায়, আজ শনিবার দুপুর সোয়া একটায় আখাউড়া সড়ক বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এসময় স্বাস্থবিধি লঙ্ঘন ও অপ্রাপ্ত বয়স্কদের দিয়ে ব্যাটারী চালিত অটোরিক্সা চালানোর অভিযোগে ৭টি অটোরিক্সার মালিককে ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুর-এ-আলম জানায়, স্বাস্থবিধি লঙ্ঘনকারী ও অপ্রাপ্ত বয়স্কদের দ্বারা চালানো যানবাহনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা করবে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!